পুরো ভারজুরে ছড়িয়ে পড়েছে দেশটির কেন্দ্রীয় মন্ত্রীসভায় পাশ হওয়া কৃষক আইনের বিরুদ্ধে বিক্ষোভ। এরকম পরিস্থিতিতে বলিউড অভেনেত্রী কঙ্গনা রানাউত আরো উসকে দিলেন এই বিষয়ে মন্তব্য করে।

কঙ্গনা টুইটে বলেন, “সারা ভারতের মুখে যারা অন্ন ‍তুলে দেন , সেই কৃষকদের ব্যবহার করেছেন নিজেদের স্বার্থে কয়েকজন”। এরকম দেশদ্রোহীদের সরকার আরও একটি শাহিনবাগ তৈরিতে বাধা দেয়।

তিনি লেখেন, ‘‌লজ্জা.‌.‌.,‌ কৃষকদের নামে অনেকেই নিজের আখেড় গুছিয়ে নিচ্ছে। কেন্দ্রের উচিত সেই সমস্ত দেশবিরোধী, রক্তপিপাসু শকুনি এবং টুকরে গ্যাংকে আরও একটি শাহিনবাগ তৈরিতে বাধা দেওয়া।‌’‌

এরপরই এই বিষয়ে সরব হয়েছে নেটিজেনরাও পাল্টা বক্তব্য’র জন্য। তবে তাকে কেউ কেউ সমর্থন ও করেন।

এছাড়াও অপর দুই অভিনেত্রী তাপসী পান্নু এবং স্বরা ভাস্কর এ প্রসঙ্গে কেন্দ্র মন্ত্রীসভায় সমালোচনাই করেন। কড়া পুলিশি নিরাপত্তায় বিক্ষোভরত কৃষকদের রাজধানী দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়ার পরেই, সেই খবর শেয়ার করে টুইটারে তাপসী পান্নু লেখেন, ‘একদম সময় নষ্ট করা যাবে না, টুইটারবাসী চলুন এবার খাবার বয়কট করা যাক। আপনারাই পারবেন।’

রোহিনী সিংয়ের টুইট শেয়ার করে সরব হন অভিনেত্রী স্বরা ভাস্করও।