আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের উপস্থিতে ফুটবলের জাদুকর দিয়াগো ম্যারাডোনাকে সমাহিত করা হয়েছে।

রাজধানী বুয়েনোস আইরেসের রাস্তায় সমাহিত করার পূর্বে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাজার হাজার সাধারন নাগরিক ও ভক্ত।

এসময় অনেকে কান্নায় ভেঙে পরে এবং দুহাত তুলে প্রার্থনা করেন। এক কথায় রাজধানী জুড়ে সৃষ্টিহয় এক আবেগঘন পরিবেশ।

উল্লেখ্য, গত বুধবার হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যান ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা।