নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে প্রায় ২৫টি ঘরে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় জেলার ফতুল্লার মুসলিমনগরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে টিনসেডের ঘরগুলোতে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ছুটে আসলেও সরু রাস্তার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানান।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান,যাতায়াতের পথ ঠিক মতো না হওয়ার কারণে আমরা পানির ট্যাঙ্কগুলোকে প্রবেশ করাতে পারিনি। তবে আগুন নিয়ন্ত্রণে চলে আসছে প্রায়। আঁধাপাকা প্রায় ২৫ ঘর রয়েছে এখানে।