পৃথিবীর মায়াত্যাগ করে চলে গেলেন খ্যাতিমান অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন আলী যাকের(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২৭নভেম্বর(শুক্রবার) ভোর ৬টা ৪০ মিনিটে তিনি রাজধানীর একটি বেসকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৭ নভেম্বর ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে তিনি বার্ধক্য ও কিছু শারীরিক জটিলতা নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হন। তাকে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছিল করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে তাকে শিল্পকলায় অবদানের জন্য একুশে পদক প্রদান করে বাংলাদেশ সরকার।