করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসাধারণকে সচেতন করতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এই অভিযান চলে।

‘সবাই মাস্ক ব্যবহার করুন, মাস্ক পরে করোনামুক্ত থাকুন’, ‘নো মাস্ক নো সার্ভিস’, ‘ঘর থেকে বের হলে মাস্ক পরুন’, ‘সামাজিক দূরত্ব বজায় রাখুন’, এই প্রতিপাদ্যে এই অভিযান চলছে।

র‌্যাব জানিয়েছে, শাহবাগ, ফার্মগেট, সিটি কলেজ ও মিরপুরের বিভিন্ন জায়গায় এই অভিযান অব্যাহত থাকবে।

ফার্মগেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেয়া র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে। প্রত্যেকের মাস্ক পরা নিশ্চিত করতে সচেতনতামূলক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, ফার্মগেটের মতো জনবহুল একটা এলাকায় বেশিরভাগ মানুষকে মাস্ক পরতে দেখা গেছে। তবে অনেকেই এখনো এ ব্যপারে উদাসীন। কারো কারো সাথে মাস্ক আছে, কিন্তু মাস্ক পরছেন না। সবাইকে সচেতন করার জন্য ও যারা মাস্ক পরছেন না তাদের সংশোধনের জন্য বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড দেয়া হচ্ছে।