ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই একটি টেক্সটাইল কোম্পানির শ্রমিক।

গতকাল বুধবার (২৫ নভেম্বর) দেশটির সাও পাওলো রাজ্যের তাগুই শহরে এ দুর্ঘটনা ঘটে। সাও পাওলো পুলিশ ও ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার সকালে সাও পাওলো শহরের ২১৭ মাইল পশ্চিমে তাগুয়াই পৌরসভায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। বাসে ৫০ জন শ্রমিক ছিলো এবং তারা সবাই কাজের উদ্দেশে বের হয়েছিলেন।

স্থানীয় উদ্ধারকর্মীরা জানান, ঘটনাস্থলেই ৩৭ জন নিহত হয়েছেন। আর বাকি চারজন হাসপাতালে ভর্তির পর মৃত্যুবরণ করেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

টিভি ফুটেজে দেখা গেছে, ভাঙা কাচের গুঁড়ি, দুই গাড়ির বিভিন্ন অংশ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে।

সাও পাওলোর গভর্নর জোয়াও দোরিয়া এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে।

পুলিশ জানায়, ঘটনাস্থলে আরো বেশ কয়েকজন আহত ব্যক্তিকে দেখা গেছে। কিন্তু তাদের সংখ্যা কত তা জানা যায়নি। -আল জাজিরা