এক সময়ের চাহিদা সম্পন্ন অভিনেত্রী পলি চলচ্চিত্রাঙ্গন থেকে অনেকদিন হলো দুরে রয়েছে। এছাড়াও অনিয়মিত ভাবে চলচ্চিত্রে কাজ করছেন মুনমুনও । তাই এইসব কারণে সবার সাথে একসঙ্গে আড্ডা দেয়ার সুযোগ হয় না।
সম্প্রতি এক অনলাইন নিউজপোর্টালকে দেয়া সাক্ষাৎকারে নায়িকা পলি বলেন, আমার বাসায় পরিবার নিয়ে মুনমুনের সঙ্গে আড্ডা দিয়েছি। আমি আর মুনমুন একই বিউটি পার্লারে যাই। সেখান থেকেই বাসায় একসঙ্গে ডিনার করে দীর্ঘদিন পর জমিয়ে আড্ডা দিয়েছি। সময়টা খুব আনন্দে কেটেছে। আমরা পুরো সময়টা সিনেমা নিয়ে কথা বলেছি। এক সময় শুটিংয়ের পর আড্ডা দিতাম। এখন আড্ডা না হলেও নিয়মিত ফোনে কথা হয়।
এদিকে, মুনমুনের হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ হাতে রয়েছে। সেগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। পলিও এরই মধ্যে বেশ কয়েকবার নতুন কাজে ফেরার কথা বলেও আর ফেরেননি।