শিল্পী সমিতির ভোটাধিকার হারানো শিল্পীরা রাস্তায় নেমে পদত্যাগ চাইলেন বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের। আজ  সকালে প্রায় শতাধিক এর বেশি  শিল্পী বিএফডিসির গেটে মানববন্ধন করেছেন।  ভোটাধিকার ফিরে পাওয়ার দাবিও তোলেন তাঁরা। ‘যে নেতা শিল্পীদের সম্মান করে না, তাঁকে আমরা চাই না।’ এমন স্লোগানও দেন তাঁরা।

মানববন্ধনের আরও উপস্থিত ছিলেন সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ‘হিরো আলম’ খ্যাত অভিনেতা ও প্রযোজক আশরাফুল আলম। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, একাধিক চলচ্চিত্রে অভিনয় ও প্রযোজনা করেও তাঁকে সমিতির সদস্যপদ দেওয়া হয়নি। তিনি বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের দ্রুত পদত্যাগ চান। মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, মিশা ও জায়েদ পদত্যাগ করলে এফডিসিতে শিল্পীদের মধ্যে আবার সুসম্পর্ক তৈরি হবে।